নিজের সুখে ভার্চুয়্যলে মাপছ'পরের চোখের জল
স্কন্ধ নিজের ক্ষুদ্র হলেও রাখছ খবর কার কি হাল ।
চক্ষু ছাড়াও দৃষ্টি যদি দেখছ পরের বিষাদকাল
মুচকে হেসে নিচ্ছ সেজে জমিয়ে খাস রঙ মহল ।
রংটা নেহাত মানুষ হলেও অন্তরে বিষ অহর্নিশ
তস্য আয়েস সুখের মোহে মুহুর্মূহু সে কুর্ণিশ ।
হাত ধরেছ হৃদয় খোয়া পেছন পানে ভ্রষ্টাচার
নিজের সুখে সাজছ নিজে হরেক তন্ত্রে স্বৈরাচার।
মাপছে তোমায় হাই প্রোফাইল হরেক চিত্রপট
স্কেচ জুড়ে আজ মনের ঘরে শূণ্য বালুতট ।
বুকটা মেপে কোথায় তোমার অগাধ চরাচর
ক'য়েক ফোটা দুধের রংয়ে সাজব বালুচর ।
মৌন কেন ভাষার হিরিক লুকিয়ে কোথায় যায়
মন কি আছে খাঁ খাঁ মরু ভাব জমাবে কি দায় ।
ঘুঁণ ধরা সুখ ফলছে কেমন মেকী সমাজ টায়
খুবলে ওঠে হৃদয় ভাঙার পাথর ছেঁচা ঘাঁয়ে ।
নিঃস্ব হাতে খুঁজছ মিছে প্রেমাস্পদের ধন্
আঙুল আছে হাতগুলোা নেই বৃথা আস্ফালন
খুন করে কি খুঁজতে আছে দেহ মনের দায়
মেরুর দন্ড খুঁইয়ে মানুষ আর কি খুঁজে পায় ।