জ্বলে জ্বলে ক্ষীণ হয়ে গেছে
প্রাচীন আখ্যান, জঠরাগ্নি ওৎ পেতে রেখে
ফিরিয়ে দিয়েছে এক প্রাণ
অস্থি'র কাছে মাথা ঠুকে
পুড়িয়েছি দানাপানি,সকাল বিকেল
কালান্তর শোক তাই
ধিকিধিকি তুষের আগুণ I
আরেক উৎসব হোক্
আরেক আগুণে
শেষ প্রান্তে দহনের যতিচিহ্ন রেখে
অসংখ্য দ্রাঘিমা ছুঁয়ে হেঁটে যাক
প্রেমিক মানুষ !
গলির কিনারে,চৌহদ্দি শেষে,মিছিলে মিছিলে
এ আগুণ সেঁকে হোক
সন্ধি বাতায়ন !