ওর অদৃশ্য বল্লম
ছুঁয়ে আছে আমার বক্ষঃস্থল
আজও অনন্তকাল,অতীত পৃষ্ঠার ক্ষয়ে যাওয়া
একটি অধ্যায় থেমে আছে ষড়যন্ত্র হয়ে
যেখানে দেহ রেখেছেন বিপন্ন অতীত

অকস্মাৎ জেগে উঠে ছিড়ে দিল
প্রাতঃকালীন ছোঁওয়া ছুঁয়ির অন্তিম অধ্যায়
অসংখ্য সমাগমে ক্রমশঃ
ফিঁকে হয়ে আসা চৌদিকে গজিয়ে উঠছে
কার্তুজ গ্রেনেডের বেপরোয়া উল্লাস
দেখলাম বদলে যাচ্ছে গ্রোথিত শেকড়ের দিশা
স্বজণের ঐকান্তিক মুখ

আজও বেড়ে চলেছে পয়োধরে
মৃত্যুর দুর্বহ ক্ষুধা,একসাথে অনেক রক্তে
ভাসাবে বলে দগদগে ক্ষতে
বিঁধে দিল সদ্যোজাতের বিনম্র হৃদয়
তিনশত ধারালো ব্লেডের প্রতিহিংসায়
চরিতার্থ হচ্ছে আমার অন্তিম বিষয়
আমি গ্রোথিত হচ্ছি,দুঃখ পাচ্ছি,রক্তাক্ত
হয়েই চলেছি প্রতিমুহূর্ত,প্রতিক্ষণ

মৃত্যুপথ ঘিরে চরম উন্মাদনায়
খন্ড হয়ে চলেছি,ওরা দেখিয়েই চলেছে
গৃন্ধের খোলস কেমন বুঁদ হয়ে আছে
মিথ্যাচক্রে।

অতীত বৃত্ত থেকে এনে দাও আরও দুঃখ
যন্ত্রণার একরাশ দড়ি

ঝুলিয়ে দিয়ে বল :
সবটা মিথ্যে নয়............