||১||

আমার সামনে
পেছনে ছিল
ছায়ারা কোথায়
বুঝি বদল করেছে
অন্ধকার সত্যি বলো
মৃত্যু মেনে নিলে ?
  
     ||২||

মানুষ ভাঙলে জলেও শব্দ হয়
জাড্যের এমনই নিয়ম
সেখানে শব্দ নেই ভেঙে গেলে
আদ্যপান্ত মন |

      ||৩||

কিছু বলা থাকে
না বলার মাঝে
হৃদয় নীরব হলে,তৃতীয়ের
সমর্থন লাগে |
        
         ||৪||

বিপদ বোঝাতে কমে যায় সব
বেড়ে যায়, রোগের আঁতাত
স্বল্প খোলা চোখের পেছনে,তরতর
বাড়ে প্রত্যাঘাত।
  
          ||৫||

দৃষ্টি নয় দৃশ্যের আলেয়া
কুয়াশাও বুঝে দেয় ঘুঁটি
চালে যার হৃদয় বিঁধেছে
সে জেনেছে খেলা কাটাকুটি

"""'''"""""'"'"'""''"""""'"''"""'""''''''''''