যুদ্ধে গেছে বাপ,শরকি বল্লমের খোঁচা
এসে লাগছে কানে
লাল ডুরে শাড়িটার সাথে
ম্যাচিং ঝুমকা আর গজমোতি মালা
তেমনি লোটানো খাটে
বলে গেছে ফিরলে 'পরব' নতুবা.....

প্রচার চলছে 'একটা কিনলে দু'টো ফ্রি '
ল্যঙ্কসায়রের পথে উপচে পরেছে আনাগোনা
আতঙ্কিত ল্যাবের জনতা
সমুখে
সক্রিয় লাইভ ক্যম্প
টুং টাং বাজছে ক্যসিনেয়
টুক করে সেরে নেওয়া যায় আইরিশ লুক
ক্যসিনোভার চৌদ্দ আইটেমে...

সন্ধ্যার পর নিরালা রাত্তির
যূপকাষ্ঠে মর্মর দেবতা,যুদ্ধ শেষের ছাই
স্তূপীকৃত ঘরদোর গঞ্জের সৈনিক
আর......

ইতি
না ফেরা বাবার অন্তিম চিরকূট