এইতো সময় বক্ষ চিরে ফলাহার
এস কর্ষিকা উন্মুখ হও তপ্ত জমিনে
ঝমঝম ঝড়ে যাক্ শ্রান্ত পানীয়
কিছুটা নম্র হও, বেঁচে থাক শাবকের ঠোট
তুমিও অঞ্চল খোল, উন্মাদ ঝঞ্ঝা এখন -
টেউ গুনে তুলে রাখ পবিত্র স্থানে
এখনই নোয়াবে মাচানের ফলবতী ডগা
গতকাল ডগডগে ছিল
কুটনোয় শুয়ে আছে, এখনই ছিবড়ে হবে
মিনসেটা মুখিয়ে রয়েছে শালিখের
জবর প্রণেতা, আঁচলের গিটে ওর প্রাণবায়ু
প্রাণঘাতী বউ তবু উকিঝুঁকি
জল মেখে তিরতিরে প্রেমিকা হয়েছে -
এ প্রখর বর্ষা শুধু শালিখ জন্ম দেবে !