কে কাকে সাজাবে- মৃতের চুল্লী আর পত্রহীন শাখ
মগজের শীতঘুম সাপের কোটরে
কিছু ফনা আচমকা শপথের প্রেমের মতন
খিদে পাতে ডলারের সাজ।
সাজাবে যে শব ছুঁয়ে
দ্বিধাহীন চৌকি আর অবশিষ্ট হরিবোল
সেজে গেছে জীবিতের ঘরে
একখন্ড কথা তার ধূপের আঁতরে
টিকা হয়ে কাজলের ঐশি ললাটে
শব হয়ে সেজেছে কবরে।।
সাজাবো বলেই নিরবধী উড়ন্ত ছাই
ছুঁয়ে থাকি বিষের মত-সাপখেলাা উঠোনের ঘরে
ক্ষতেরাও আঙুলের প্রভা
সেজে দেয় রুজ মোহ টিপে
আহা ! সাজ কত সুন্দর।