যদি সেই মোক্ষ পাই
হে সৌজন্য সর্বাঙ্গ বিভূষিত করে
একবার এস বসি
এই অনঙ্গ বৈধুর্য্য তলে
লয় হোক দৈন্য
ধ্বস্ত চতুর্দিক রব্ উঠুক আরো
মৃত্যু তামাশা থাক
ক্ষয় ক্ষতি আরও। প্রতি পলে
খসে যাক গ্রন্থিছাপ, রক্তগ্রুপ পূর্বাপর
এ ঘোর কলি নৈরাজ্য স্থলে
নিবেদিত শ্বাসটুক সত্যি শুধু, এস নাও
পেতে দাও নিসর্গ আঁচল
নর আর নারী হই প্রাগ ও প্রাচীন
ধ্বংসের অশ্রুতলে আবারো ঐহিক
কাঙ্খিত শিশু চাই
ভবিতব্য দেব ওকে,দৈর্ঘ্য প্রস্ত মেপে
ক্ষেত্র দেব বৈভের সমান
ইচ্ছেমত পঞ্চেন্দ্রিয়
হৃদগ্রন্থি পরাম্পর বৈদেশিক ধনে
এস আজ এক্ষণে ............ @


" বাংলা কবিতা স্মারক"