মরদের গন্ধ লাগা, ঘাম ভেজা
অশ্রুসিক্ত রুটিগুলো দে
বাড়ন্ত বুকে হাভাত শিশুর প্রাণ
সঞ্জীবনী শ্রম লেখা গমে
ওর ফলবে জীবন__
রুটিগুলো দে, পাঁজরের সিঁধ ভেঙে জেগেছে উন্মাদ
আস্ত পৃথিবী খাবে
ঘাম,রক্তে ভেজা নিরেট কলিজা
তারকাঁটা বিঁধে থাকা মুখে
তিন পাত্তি ছুড়ে দ্যাখ্
নাচা গানা ক্যাসিনো ফলে যাবে____
পৌরুষ রুটির পরে
শুয়ে আছে ওরা
রুটিগুলো দে, বাছার জীয়ন
বড় খিদে ওর
উদ্ভিন্ন হৃদয় নয় সিঁধ ভেঙে জমাজমি খাবে___
রুটিগুলো দে___