কাপ আর চুমুকে
থাল আর রসনার ' নির্ঘন্ট নিয়ে
কিছুটা সময় এস পরস্পর
উৎক্ষিপ্ত রোদটায় মাসকারা দিই !
খাল বিল সেচে অভ্যাগত করি
বিন্দু বিন্দু মাছেদের গতি ' বরশির শিড়ে
লিখিত বয়ানে গেঁথে আছে
তির্যক নিয়তি ' কন্ঠলগ্ন করি
প্রাদুর্ভাব বেলা !
চতুর্দিক
রংয়ের জেল্লা ' শ্রী হীন ব্রাশে
লেগে আছে যাবৎ ভেনাস
চুপে -
মহার্ঘ্য ঢোকে
চিৎ হওয়া প্রাসাদে হারেমের মেয়ে !