শুদ্ধির কমন্ডলু বেয়ে,একদলা বিষন্ন সন্তাপ
গন্ডীতে আধখোলা আমি
আজও জলছোপ গুনি, মেঝে বেয়ে উঠে যায় ভোর
রুটিমাখা অবোধ খিদেরা
একত্রিত শেষে বিকেলের খড়কূটো দানা
আমার রাত্রি ঘনায়
বারকোষে জমা হয় তামাম উত্তাপ।
            
               খ
জন্মশুদ্ধি হবে বলে তোমায় চেয়েছি
উবে গেছে পাখালির বৃত্তান্ত বেলা
খেলাগুলো এইবারে স্বীকৃতি পেল
নিভৃতের কানে শুধু নিজেরেই ঠেলা।

                গ
ফিরে তবু পাওয়ার মতন
আমি যেন কে
কারা যেন ছিঁড়ে দেয়, জমানো হৃদয়
জন্মঘুম গাঢ় হয়
ছেটানো কাগজে আর কলজের গায়ে।