আপনাকে জানা হয়নি
চেনা হয়নি রবি বাবু !!
আপনার সৃষ্টির চিরন্তন সূত্র
বুঝতে পারি নি ঠিক
নেতৃত্বের সমুখে, এগিয়ে চলা মৈত্রী,
নৈতিক পদ্ধতিতে
আপ্লুত সময়ে যখন খসে যাচ্ছে
এক একটা চ্যপ্টার, আপনি নির্লিপ্তে
ধ্বসিয়ে দিচ্ছেন ক্রোড়পত্রের সেই
ঐকান্তিক ইচ্ছেচুক্তি।
রবি বাবু,
আপনি একান্ত প্রভুত্বে মগ্ন
মোহরগুলিতে জুড়ছেন
মানুষ গড়ার লাশ, বোঝা হয়নি
নিষ্ঠা ভেদ করে এভাবে ঠিক কতটা এগোনো যায়
আপনার সৃষ্টি ছুঁতে যেয়ে
ব্যর্থ হয়ে গেল
তিনশো সত্তর পৃষ্ঠার
একটা দেশ
কিছু জন্ম
একটা উত্তরণ
যখন এগিয়ে চলেছে ওরা
পথ ধরে সারে সারে
আপনিই প্রেরণার শীর্ষে
স্তাবকে স্তাবকে এগিয়ে চলেছেন
গড়বার
জোড়বার......প্রস্তুতিতে।
শৃঙ্গ থেকে ভ্রান্তি থেকে
নামানো হল কালির বিশৃঙ্খলা
ঘষে মেজে নির্বিঘ্নকরণ হল
প্রনাউন্স ভুল করা
আমাদের ভবিতব্য
আপনাকে জানতে চেয়ে
খসে গেল গোটা পৃথিবী
অথচ আপনি শিষ্যদের সস্নেহে
গড়ে দিলেন সেই চিরন্তনী অধ্যায়টি
ওই স্মরণীয় স্তম্ভে দাঁড়িয়ে
ওদের অস্তিত্ব কেমন জ্বলজ্বল করছে
আজও আপনাকে ঠিক
চেনা হলনা রবি বাবু।।