বাইরে হেঁটেছি, সুরঙ্গমা আলো
কোথায় ভিজেছে, মেঘলা ছড়ালো
হৃদয়ে নেচেছে মেখলা আকাশ
অবকাশ জুড়ে মিছে হা' হুতাশ।
গোলাপ দিয়েছ কাটায় নিরুত্তাপ
আমন্ত্রণ বেণী জুড়ে সেইদিন
যুঁইয়েদের কি ভীষণ উত্তাপ
কেন গেছি কি কারণ মনে নেই
হৃদয় চেয়েছে এই কারণেই ।
কবে কার হৃদয় জেগেছে
কি এমন এসে যায় অকারণ
নিভে গেলে উত্তাপ মন্থন
সকলেই অনামিত সজ্জন।
তবু তুমি বুঝে নাও সবটাই
কারা চলে,চালনায় কয়জন
কিছুটা যা ছিল কাল্ অনাদায়ী
পথে কার মিলে গেল সজ্জন।
কেন এলে কি এমন সন্তাপ
অনুরাগ আজ বুঝি জ্বালেনি
আক্রোশে ম্লান হল কার দিন
ডালে ডালে হতাশার দুর্দিন।
একবার বলে দাও মিছে হোক্
কোন এক চৈতির অবকাশ
মন যেন মনে মনে বলেছে
ওঠা পড়া হৃদয়ের বসবাস।