||১||

রিয়্যালিটি আসলে শূণ্যতা
মাদক সেবনের নিঃসীমতার ধারেকাছে
দাঁড়িয়ে,সামনে পেছনে স্বপ্নগুলোর
ক্রমপতন হতে থাকে, নির্বাক আমি
বয়ঃসন্ধির চৌকাঠ পেরিয়ে গিয়েছি
একথা বোঝাতে পারিনি আজও I

||২||

ও আমার
সবটা জেনেছে
ভুলত্রুটি
সুখ অসুখ
দু'জনার মাঝে তাই অটুট যোগাযোগ I

||৩||

বৃষ্টি ঝড়ে নীরবেও
সন্ধির পর, সশব্দ বৃষ্টি জুড়ে বীজের তারণ
অজস্র তারণ ঘিরে জন্মের মত্ততা
জেনেছেন ঐশীর বিশাল প্রণেতা l

||৪||

দুঃসময় বলে, বেঁচে থাকো
রুদ্ধশ্বাস ঘরে,প্রশ্বাসে ভরসা নেই
ব্যবধান ক্রমে যদি
শ্বাস চেপে ধরে
মিথ্ বলে
সম্প্রচার হবো !

||৫||

হেড টেল
মুদ্রার এপিঠ ওপিঠ
মধ্যে ব্যপক
চালাচাল !