এক
"""""""
অক্ষর থেকে শব্দ অর্থে
কেবলই কালক্ষেপ
কবিতাগুলো চিড় খেয়ে উৎরাই পরে আছে
সটান
খুঁটে দেখবার পথ নেই
ভক্তির সাথে ধাতুযোগ
নিবিষ্টে গড়িয়ে চলেছে যুগ থেকে যুগে _
দুই
"""""""
দৃশ্যটা এমন হওয়া
উচিত ছিল ' তেত্রিশ কোটির গ্রাসে
আপাত জাতীয়করণ কিন্তুক
আমিনার বেটি বাঁচাওয়ে ' আমি তুমি ছেঁদো !
তিন
"""""""
জল চুঁইয়ে
সাত সমুদ্দর তের নদীর
ঐকান্তিক সান্নিধ্য পেরিয়ে
সাগরতটে রেড এলার্ট
ছ্ছো: আয় আগুণ সর্বভূখ !