আমার এ স্থায়িত্বদশা নিয়ে জানি চরম
ব্যাঙ্গ তোমার_ স্থগিতাদেশ, চরম নির্ঘন্টকাল
যে টেথিস্কোপ দেখে বিমল ডাক্তার
বলেছিল_আস্ত একটা পৃথিবী উল্টে দিতে হবে
খুঁচিয়ে ঝাঁকিয়ে নস্যাৎ করতে হবে
এক একটা কৈফিয়ত কাল্, প্রশ্ন থাকবে না
উত্তরের বাহানায় ঝুলিয়ে দেওয়া হবে
দিকনির্ণেয় মোরগটিকে,যে পালকের ঝালর জুড়ে
তোমার ময়নামতি একান্তে এসে বসে
মদিনার তীর্থক্ষেত্রে _ মদির দৃষ্টি ছড়িয়ে
খুলে দেয় এক একটা উদগ্রীব কলিজা !
আমি সেই এলিজাবেথকে একটুও সম্মাণ করি না
দেখে যাও ডাস্টবিন কাস্টডিতে
একরাশ ঘুমন্ত কলিজা' ফুঁপিয়ে ওঠে মুক্তির
অপেক্ষায় !
একটা সুন্দর প্রভাত এনেছিলাম আমি
ছড়িয়ে ছিটিয়ে দিলে জেগে উঠত নৈসর্গিক
কাংখিত আলো '
অথচ কাকভোরে উল্টে দেওয়া হল
ভবিতব্যের সূত্র
আমার পান্ডুলিপি ঘিরে জটলা তদন্তে
ভেস্তে গেল তত্ত্বের গুরুত্ব
মানুষের রেচনতত্ত্বেও পরমাণু রিসোর্স থাকে
জ্বালানী উৎপাদনে
কোন এক তদন্তের দাবী
অগনিত রিসোর্স পথে ঘাটের অহেতু নিষ্কাশনে
আরও ' আরও অগনিত
আমাকে বেছানো হল জনরণ্যের ময়দানে
বসানো হল ' জল্পনার কাল্
উৎক্ষিপ্ত ঘুঁটির মতই এদলে কখনও ওদলে
পিষে ভরে রাখা হল
দিন শেষের ওয়ার্ডরোবে ' বসেই রইলাম
অনেক ঘুঁটির মধ্যে ' আমার এ স্থায়িত্বকাল
থেমে আছে__
তোমার রেচন তত্ত্বের অণু পরমাণুর ওয়ার্ডরোবে
আজও !