ন্যাশনাল প্যাভেলিয়ন
গ্যালারি উপচে উল্লাসধ্বনী
ইনা মিনা ডিকা _ রেডি স্টেডি গোওও !
ডান কব্জির ব্রেসলেট থেকে
হিরের রিংটা গেল ছিটকে ' অগত্যা
বাঁশি টপকে খাঁমচে ধরতে হল
ন্যাস্টি মেডের হাতটা !
ইনা মিনা প্রাণপণ ' কে কাকে ছাড়ায়
গ্যালারি উদ্বেল ' পৃথিবী ভেঙে
টিঁকে থাকার দৌড় ' ছিটিয়ে দেওয়া হল
স্পিরিট মেশানো আঁতর
গ্যালারি ডিঙিয়ে নেমে এলেন আসগার আলি
সরাসরি ময়দানে
বুক চিতিয়ে মধ্যিখানে
এই কে আছিস ' উনিশের ট্রফি জেতা
বারো ইঞ্চির ছাতি _
কাঁপিয়ে দিচ্ছেন ইস্পাতের দ্রোহ !
সোনার ট্রফিতে শান দিচ্ছে ইনা
মিনার ঝালর থেকে ঠিকরে বেরুচ্ছে
আসগারের বারো ইঞ্চির পৌরুষ
গ্যালারী ভেদ করে একটাই চিৎকার "
ইনা ' ইনা ' ইনা _ ওপরে একবিংশের স্তুতি !
আঁতরের স্পিরিটে কি কম গুণ __ ?