আমাদের হৃদয় চৌঁচির হয়
দাবানল ছড়িয়ে পড়লে খুশী হয় আপনাদের মহল
দাঁতনঁখের ত্রিবিধ মশালে
সর্বস্বান্ত,আধ পোড়া হলে
উঁচুতলায় কৌতুক সংক্রমণে
ক্রমাগত উড়তে থাকে আমাদের চ্ছেদ্য আচ্ছাদন
খুব শখ্ করে আপনি
অভ্যেস" বলেন যাকে সে হল বেঁচে থাকার
অনন্য উপায় !
অভূক্ত শিশু পেট যখন
সঞ্জীবনীর ঘাম রক্তে
আরেক ফসলের বনিয়াদ সৃষ্টি করে
আমরা ফসল ফলাই
ঘাটে মাঠে আবাঞ্ছিত জীবন পিষে
ফসল আসে আপনার,আপনি উৎফুল্ল হন
গোলায় ফেঁপে ওঠে
আপনাদের মহাজনী উচ্ছ্বাস
আমাদের দীর্ঘশ্বাস পড়ে, বাছার ছেড়া জামায়
তাপ্পি জুড়ে স্বান্তনা দিই " পরের বছর "
জড়োয়া ঝালরে পাশ কেটে যায়
আপনাদের স্বীকৃত গৃহিনী
আনন্দিত হই, পাট ভাঙা শাড়ির গন্ধে !
মনে পড়ে যায় আমাদের ক্ষুন্নিবৃত্তি
ঘরের আঁধারে রংচটা চাদর পাল্টাই
দাউ দাউ আগুণ পেটে লাথি কষায় মহাজন
ঘাম রক্ত মুছে সোজা হয়ে দাঁড়াই ফের
দাবানল ছড়িয়ে পরে
হারে মজ্জার কোষে,ওঠা নামা পঞ্জরে
উপেক্ষায় দাঁত ঘষে
রক্তাক্ত ঠোটে অপেক্ষা করি কোন এক নৈসর্গিক ভোরের________l