হৃৎপিন্ড উদ্বেলিত
চোখ মেলে ধরেছি
এই দ্যাখো রাত্রির ছাড়পত্রে
মদির বৃত্তায়নের যুগল প্রোকোষ্ট
কেমন রসোদীপ্ত চেতনায় উন্মুখ
কৌমার্য্যে এস নাবিক
ঋদ্ধকাম হই।
এখনও প্রাগযুগ ফিরতে পারে
কূল জুড়ে পারাপারের ঘটায়
দেখো বৃথা না যায়,স্বর্ণ সজ্জাপন
বিদ্যুৎপৃষ্ঠ মাছের মত
নোলক বেঁধাও নাবিক,লাগে ভালো
জ্যোৎস্না পানের বৈধুর্য্য আলো...........