doesn't need any information
আরো একটু প্রসন্নতা হে প্রিয়
কবোষ্ণের খুব কাছে
দীর্ঘক্ষণ জমানো উত্তাপ, চেনাজানা ফেলে
কি জানি কোন্ মৃগতৃষা ভ্রমে
দেখি কি দেখি নি কত জন্ম পরে
হিসেব কষিনি,কত বর্ষ কত মাস,কতটা
উন্মুখ এই চেয়ে থাকা -
কি প্রবল আচ্ছন্ন তুমি ষড় ঋতু জুড়ে
বসন্তে আসবে ঠিক
একগুচ্ছ রঙ শুধু নেবে হাত পেতে |
একটু ধরেছে পাঁক মনে হল
এলোথেলো ফুটে আছ
মুখ জুড়ে নেই কোন প্রসন্নতা খড় রোদ
ছায়া ধরা ছেলেটিও নেই
কি বলি বলতো, ফুটে আছ মন জুড়ে
হে প্রেমিক! মলজোড়া কিভাবে সাজাই |