পুরুষ হও দৃঢ়
এলোমেলো ছায়াযুদ্ধ শুধু
ময়ালের অদৃশ্য বন্ধণ, যে বৃত্ত নেয় নি আমায়
এই অবেলায় ঘন নি:শ্বাস শুনি তার
পরিক্রমা নিয়ে আসে উষ্মারাত
কিছুটা পাপড়ি তার এখনও সজাগ
বৃত্ত সেরে ফিরে যাওয়া আজও
ছত্রাকার,একরাশ জমাট হতাশা
দিব্য দিয়ে ঢেকে রাখি সেই পর্বগুলো
এক বিন্দু রাত্রি তার
সাগর সমান, হে যুবক পুরুষ হও দৃঢ় !