সুরমা কাজলে
এসো দেখি ভ্যালেন্টাইন
প্রত্যন্ত আলোকে
কথা ছিল রক্ত গোলাপ গুঁজে দেবে
শেষ প্রহরের বেণী দুলে
রেশমী শাড়িতে আসব দু'জনা
থাক্ নাহওয়া
কিছু অমলিন ক্ষণ
মুছে যাক্
স্মৃতি কিছু
থাক্ পিছে
পলাশ উৎসব |
না পাওয়াই থাক
চুপ কথা সব __ যত তার
বেশিটাই ফাঁকি, অশ্রু অতলে জমা
আগুণ উৎসব|
মুছে দেবে কালসিটে চোখ
গভীর হতাশা রুজে, বলিরেখা ক্রিমে
সাদা চুলে ফান্টুস লাগে
উদ্দাম হাসি দাও স্পেশ্যাল থিমের
কে বলে এ থিমটুক্
ভ্যালেন্টাইন নয় !
|| ২ ||
ও লাইলিবালা প্রেম
.......................
পরাগটা দাও
শুধু উরু উরু কত আর
বাতাসেও দোলে
দুষ্ট আঁচল
শুধুই বিভঙ্গ দেখে
ইতি উতি
বিপন্ন ক্লিভেজ
নরম বেনীটা দুললেই বুঝো
আহা যেন খোকা !
ফুলে ফুলে অরাজগ
কি ওড়াবো তবে -
দেখেও দেখনা কি প্রবল
সুধা আছে জেগে
ওড়াই আঁচল ভেবে নিলে ঝড়
ধ্যুৎ্ তুমি চুষিকাঠি গোজো
এ মূহুর্ত সবটা তোমার
নির্বিরোধ দেওয়া -
আছে জেগে - খুলে গেলে
কিছুই পাবেনা
এই মন তোমাতে
উন্মণ আজ ||