এক
-------------------------
হাঁটু ভেঙে কলপাড়ে
ভুষো কালি ঘষে যে মেয়েটি
স্ফীত পিরামিড
ছাদের আড়ালে প্রতিদিন
সেজকার উসকো ভ্রমণ
সে কি জানে কি কি খোঁজে চোখ !
চেনা দৃশ্য খুব তবু প্রতিদিন প্রতিপল
কি এক সিন্ধু অবিশ্রান্ত আত্ম কোলাহল
দোকানী যে ছেলে সদ্য ভেঙেছে
সে দেখেছে চুম্বন,জানালা পেরিয়ে
মিঠি দি ও স্যার
বেলা বাড়ে একা একা
ফাঁকা হয় দোকান চত্বর
অদূরেই মিঠি দিদি
কিছুক্ষণ রয়ে যায় ছেলে, যদি ---
দুই
----------------------------
প্রেমিকা নই এমনিই দৃশ্যভূখ মনের ভেতর
ভেবে নিলে প্রেম হবে,হবে প্রেম ?
সদ্য ভাঙা হাড়ের ভেতর কায়িক বেদনা
এ কি সাংসারিক নয় ?
একা এক ছায়ার ভেতর কে হাত বাড়ালো
ক্ষেত্র যার অসমান পৌরুষ
দন্ডী হয়ে আছে
সে এক ছিদ্র শুধু
ঘাড়ে মুখে লেগেছে ভাঙণ
এভাবে হয়না মেসো
সর্বভূখ আলোর ভেতর
রথী হয়ে এসো কিংবা সুদৃঢ় বাহন
খুলে দেব গিট্ জটাজুট তীব্র বন্ধণ!
তিন
--------------------------------
কত ধান ভাঙো সোনা আমিও শপথী
ঢেঁকিতে তরঙ্গ ওঠে দোল খায়
জর্জরিত যারা -
ঘরের ভেতর আমারও উপোস থাকে
ঘেমো বুক সোদা গন্ধ ঘামের ভেতর !
ভাত যদি অন্য হয় যোগীও বুঝেছে
এ রম্য গভীর আরো
ঝাঁঝালো আগুণে,গিরিখাত সদ্য প্রণেতা
ধূ ধূ বুক,ঘেমো ব্রেসিয়ার
ভাঙা নিব কাগজে লিখেছে !!