ক'

প্রসেসিং
ডানে বামে সর্বত্র
দেশ জুড়ে
ক্যটালগ্স্ আর ইমেজের
ছড়াছড়ি।

খ '

ছকের মাটিতে পাপবোধ
মুখে মাখা প্রলেপে খানিক
ঢাকা যায়
ভগ্নাবশেষ, প্রবৃত্তির দাগছোপ।

গ '

অবরোধ !

ব্যালকনি ঘিরে
একরাশ রোদ্দুর ঝুঁকেছে
গনগনে আঁচ
ধূ দিলেই দাউ দাউ
পাসপোর্ট পরওয়ানা রেডি
চ্যলা কাঠে ধূপ ধূণা
খাটিয়া সাজাতে
পারস্পরিক ডোম।