দু:খ তোমায় জড়িয়ে নিলাম
পাঁজর খাঁজের সুখের নীড়
ভুলেই গেছি বাঁচার নিনাদ
সুখ হয়ে যায় সাগর তীর I
খিদের কাঁকড় আমরা বরাত
তোমরা নাহ'য় অঢেল পাত্
আমার বরাত পিঠ পেতে নেয়
তোমার ওজর__লা জবাব !
কোন্ ওজরে মনকে সাজাই
আয়না,রুজ আর প্রেমীর সাজ
চোখ ভিজে যায় হদ্দ ঠকার
আজব সাজের পুরষ্কার_ !
এই অসময় তোমরা প্রেমী
ঘোর বিনোদন আর কাবাব
আমরা না'হয় এক মুঠো ভাত
তাতেও হাজার মুন্ডপাত !