কি এমন দায় ঝাড়বাতি নিভে গেলে
ফুরালে আসর! কিছুটা থিতিয়ে গেলে ঘুঁঙুর
আঁওয়াজ, চাঁদমুখে চেয়ে রব
পিয়াসী চাতক, হয় ক্ষতি হোক প্রণয় জড়ানো মোহের গেলাস
দেখে দেখে ফিরে যাক
সবটা পিপাসা,ও মুখেও তৃষ্ণা দূর হয়!
নাই দিলে সুখের পরশ,বিবাগ প্রনয়
যাক পুড়ে দুরন্ত রোদ্দুরে!
শোনাও গভীর আরো
কাছে দূরে কেন্দ্রীভূত সব
আমিওতো দেখি হেমসখা কতটা প্রনয়ে
ভালোবেসে দাগা দিলে ভিখারি অন্তর?
এ পাত্র পিয়াসে আজও খালি
স্বেদ বিন্দু সব দাও যতটা সম্ভব
আমি গ্রহ উপগ্রহ খাব।