১
"""""
কামার্ত চোখ
কেউ নেই কিছু নেই শুধু
আলজিহ্বা বেড়ে চলে ক্রমাগত -
ঝুলন্ত দ্রাক্ষারস
কে কাকে দোলাবে
তুমি কিংবা আমি ?
২
""""""""
তার আগে পংক্তি চাই
জড়োয়া পাথরে , ফোটে যদি
হীরের মুকুল , নবান্ন উৎসবে
পানপাত্রে ধার দিও
খানিক উৎসব , মনমতো
প্রেমিক বানাবো -
৩
""""""""""
ঠিক্ পাঁচটায় ! পাঁচমাথা পোলের তলায়
বাঁকটা যেখানে নেয় , দু' কদম বায়ে
পাঞ্জাবি গায়ে , না না
ওভাবে বোল না, হাতে রেখ কিছুটা সময় !
গলিটা যেখানে মেশে
ঠিক তার গায়ে, এসে যাব
আগুণ রং সেই শাড়িটায় , আঁতর গভীরে
গাঢ় হবে ভরন্ত রোদ -
বেনী জুড়ে দোল খাবে নধর গোলাপ
এইটুক তো বায়না তোমার !
কান জোড়া ঝুমকো লতায়
লাজ পাবে ঠিকরা ঝলক , জানি তাও
দোল দেবে অবিরত বাসন্তি হাওয়ায় !
ওড়াবে আঁচল
না না উড়ো না অমন
জ্বলে পুড়ে খাঁক হয়ে যাবে
এস যেন মৃদুল হাওয়ায় !
* পুরোনো সংগ্রহ থেকে