তবু যদি পিপাসার্ত থেমে যায় মুখ
অযানিতে আর্দ্র উত্তাপ,অ-সুখে ক্লান্তি একরাশ
ঘিরে ধরে সবটা আমার
কেড়ে নেয় সমূহ তোমায়, প্রণয় নিদাঘে
সবেমাত্র তুর্য হৃদয়, কি প্রগাঢ় ওঠা নামা দেখ প্রভু লীন হয়ে আছি।
অন্য কিছু নয় এ আমার তমোচ্ছন্ন ভাব
তোমারই প্রতীচি গড়ে রাখা মুহূর্ত সুখকাল।
উদযাপন কালে কে আর বিচ্ছিন্ন থাকে
সন্ধ্যা সকালে এ আমি তোমারই সন্ধ্যাতপা
নির্লিপ্ত শিখাটি বায়ুবদ্ধ দু'হাত আড়ালে
আশপাশে তোমারই অপেক্ষায়।
প্রেমে অপ্রেমে তবু যদি ফুরায় সময়
মূর্ত হয়ে বয়ে যায় নির্দিষ্ট কথাটি, এস ফিরে
গভীর প্রহর,সমাহিত কিছুটা অধ্যায়।
কিনারে কোথাও তবু যদি অহেতুক কিছু
ভেবে নিও আমিও এসেছি
রয়ে গেছি পথপ্রান্ত জুড়ে
যদি থেমে যায় রয়ে যায় কেউ
একা এক অর্বাচীন রয়েছে নির্বাক
দেখ প্রভু কি হেলায় !