খুলে গেছে - ষড়যন্ত্র, কূটচাল
সম্পর্ক,সম্মাণ,বেশবাস আভূষণ সব
ঋতুচক্রে আবর্তন
একেক অর্থ
একেক ভঙ্গীমা
এখানে ট্রাফিক নেই
ট্রাজিকের নিজস্ব কৌশল
খোলার খেলায় দুমড়ে মুচড়ে আছি
নুয়ে নুয়ে যাই হোর্ডিং ব্যানারে
তেল,জল,সাবান ফোয়ারে -
আছি ? নেই ! শুধু নির্বাহ অঙ্গরে বলি
টিকেঁ থাক আবেদন, নিবেদনে
দেখে নিক পেলব ত্বকেও জীবাণুর বংশগতি হয় !
বেড়েছে ছত্রাক ছেয়েছে সমস্ত অধ্যায়
জন্ম,মৃত্যু,লয় রঙীণ কেবিনে
সকলেই একে একে , সৌষ্ঠব খেলায় !
বেগবান জল খুলে নিলে আরক্ত সম্মাণ
কিছুই ঘটে না শুধু ক্যানভাসে
নির্লিপ্ত যৌনতা, কোন স্রোত পারে না ফেরাতে
ভেসে যাওয়া হৃত পরিধান ।