তাইওয়ান প্রবাহে ভেসে যাচ্ছে
মরদেহ,বেশ টের পাচ্ছি
বিশ বছর চরম ভোগের পর নালিশ হল-
ধর্ষক নামায়............
সে অন্য আমি যখন তোমার আহ্লাদে টসটসে-
রসে রাঁধা হত কোরমা,পোলাও
কেমন দুধ সাদা রেশমে সাজতে তুমি
আর গড়িয়ে যেতে আমার বুক,পিঠ বেয়ে
গভীর অর্বাচীনে..............
ধীরে আমি সবল হলাম প্রথম হাত বেয়ে-
ঈর্ষার চরম নাভিতে
তোমার নি:শব্দ জোগান
আমি গড়তে শিখলাম সেই প্রথম,কলাকৌশল,
প্রায় দিনই ভাঙাগড়া'র আত্মীকরণ
কেমন অভ্যাসে রপ্ত হল............
জবাবী খামগুলো স্বাক্ষর নেবে বলে
আমাদের রেখে দিলো বৈঠকের মধ্যে-
উদোম,আদুল নর্মদার পাশে,
চর বেয়ে অথৈ জোয়ার আমাদের দু'জনার,
জলকেলীর নিত্য স্থাপত্য।
পড়ে মনে ?
যখন আমাদের ইন্দ্রপ্রস্থ সাজা হচ্ছে
গড়া হচ্ছে অভিনব রথ,
আর সেমিনার বয়ে অগুন্তি সৈনিক রওনা হচ্ছে
আমাদের প্রাগ্ অভ্যর্থন সমরোহে
দিকে দিকে রোমাঞ্চের বিচ্ছুরণ
কেমন লোলুপ বিস্ময়ের মূর্তি তুমি
আড়ালে জ্বলে উঠল তোমার চোখ হঠাৎ-
মালার আড়াল রইল ষড়যন্ত্রী কার্তুজে
তখন মুকুটে তোমার অনাসক্তি..................
সেই শেষ ভুল আমার, আবছা দৃশ্যে দেখছি তুমি রুপান্তরিত হচ্ছ-
ক্রমাগত,ক্রমাগত গুনছি স্পষ্ট এক,দুই ,তিন
মনে পড়ে?
মৃত আমি ধর্ষণ মামলার কয়েদী
চলছে বিচার............ভাসমান আমার,
মাপা হচ্ছে কত জল ? কত তার কোলাহল ? জলের বিক্রিয়া প্রক্রিয়া ? তাতে মৃতের ফলাফল ? জলের অবনতি উন্নতি ?
যৌগ রসায়স ? অত:পর সংবাদ,কাগজ, জনতা ।