মেঘও তখন খুব বিবাগী আড়াল রাখে
আকাশ টাকে, দু একটি স্বর এদিক ওদিক
সবাই যখন মুখ শুকোল দু হাত জোড়ে
ঠাকুর পটে, মেঘটা তখন মুচকি হেসে
বুক জড়াল আচমকাই আকাশটাকে !
গভীর প্রেমিক আকাশ এখন, উদগ্র
খুব দু’জন জীবন , লুকিয়ে দিল
শব্দগুলো, একদলা রং মেঘটা তখন
হঠাৎ করেই ছুড়ল প্রেমের ধবল মুখে
ফাগুণ হল আগুণ রঙা মেঘটা তখন
প্রেমিক হল, উরুক্কু মন মেঘলা আকাশ
হুড়মুড়িয়ে বর্ষা এলে মিলন হবে গভীর
যাপন ! প্রেম হলে তো এমনটি হয় !!
ছিটিয়ে দিল উড়িয়ে দিল আকাশ জুড়ে
কে জানে তা কি যেন হয় পরলে প্রেমে
শ্রাবণ দিনে অকারণেই মেঘের খেয়াল
দু একটি তার বসল এসে খাতার পরে
বলল বটে তোমরা একেই পদ্য বলো — !
মুখিয়ে আছে পাগলামিটা তেমনি ধাঁচে
সবকটা স্বর ভাসছে যখন বে-খেয়ালে
টিকটিকি-টা ধরল চেপে ফড়িংটাকে
ক্রিং ক্রিং দুধওয়ালার হেইসা ডাকে
গুলিয়ে গেল সবকটা স্বর বলব কাকে ?
আকাশ টাতো উঠল মেতে আকূল প্রেমে
সরাসরি নিভিয়ে দিয়ে সূয্যিটাকে, কি
যে বলে উতাল হলে সন্ধিগুলো ----- !
গান পাঠালো ডাক পাঠালো অনেকগুলো
জ্বললো আলো,টানল বুকে আকাশটাকেই !
** বাংলা কবিতা আসরের যে সমস্যাটি নিয়ে **