এই অধ্যুষিত দেহ শত সহস্র
সংখ্যা বিনির্মাণ
এই প্রাণ মন উর্বরতা লক্ষ আদপে
তপে বৈভবে
কোটি ভস্ম হতে
পুড়ে পুড়ে পুড়ে তামাম জীবন
আঘাতে আঘাতে প্রাগ যুগ পাথর সমান !
ছাঁচ ঢালা ময়ামের মত
যতটুক উপকন্ঠ তার
প্রত্যাশিত হৃদয়ে মননে
ততটুকই ঠিক,এ শুধু জৈব নয়,
মধ্যে আছে শ্যামলিমা
শষ্যক্ষেত,সিঁথি ভাঙা আলপথ
সবুজাভ কচি শষ্যদানা
খঞ্জনা দোল দেয়,অগাধ গভীর !
এরও পরে প্রপাতের সারি
দুলে চলা ছন্দে বিভোর
দৈনন্দিন যাপনের স্তব,হেলে দুলে
যেথায় সেথায়
পশ্চাতে তার একরাশ উপদ্রব
এসে জমে সান্ধ্য বাসরে
মাকড়েরও মতিভ্রম নিতে চায়
দুর্বহ শরীর,
দলে দলে নির্ঘুম প্রপাতের পথে খামচে,খুবলে
নেবে বুঝি সাহিত্যের ষষ্ঠ ক্যটালগ ।
ফাটা পলেস্তারা ভগ্ন দেয়ালে
রাশি রাশি দলে দলে সর্বভূখ
পরিখা ডিঙালো,
এইবুঝি জড়ো হবে মগজ দখলে !