অনেক তো হল পাপড়ি দলের
অবনত উপাচার, হেনেছে দ্বন্দ
বিন্যাসী দলে বিক্ষোভ দরবার -
ভালোবাসা গুলো লুটপাট হল
তোমরা হিসেব দেবে? কিভাবে
মেলাবে দানি আর প্রেম কোন্
মহা উৎসবে __
দাওনি আকাশ সীমানায় দিলে
নজরদারির কোপ, বিকিয়ে দিয়েছ
যাবৎ পরিধি, অস্তিত্ব বিলোপ I
মন্ত্রে রেখেছ মন্দ্রিত কিছু ঐচ্ছিক
নরনারী, ভুলের মাশুলে আসীন
হয়েছে পেশাদার তরবারি !
তথাপি কোথাও ফুটেছিল তার
বর্ণ প্রেমের চ্ছ্বাস্, দৃষ্টি মেলেছে
মুগ্ধ মধুপে অগনিত আশ্বাস _
কেউ ডেকে তার বৈঠকী সাজ
নিয়ে গেছে থোকা ভরে, দানির
প্রেমের আদলে সেসব রয়েছে
বাসর ঘরে __
তোমরা অহেতু পৃথক করেছ
দানি আর সজ্জায়, কবে কি
কোথায় সুন্দর হল, আহত
জিঘাংসায়, দলে পিষে যার
দলগত ধারা ফেলেছ কষাইখান্
অবেলায় আজ খোঁজো কেন
তার দুর্জ্ঞেয় সংস্থান __
দাওনিতো মালা পরাওনি শোভা
ফেলেছ মর্মতলে, অবেলায় কেন
চেনা দিতে এলে অঝোর
অশ্রুজলে, ভাঙণ এসেছে শুধুই
দেখেছি উদাসীন চলাচল
তোমরা দিয়েছ ফুটন্ত কালে
মৃত্যুর কোলাহল !