ক্ষুৎ পিপাসুর দলে, ঠেলা খেতে খেতে অবশিষ্টাংশে পিঠ ঠেকে গেল হঠাৎই,
চলছিল বেশ
হুড়মুড়িয়ে ঢুকে গেল অনেকে কানকাটা,নাককাটা
কেউ উপুর হয়ে দেখাল নারী নির্যাতনে'র
দাগছোপ,কেউ গৃহকোনের উৎপীড়ণ
পৃথিবীর কোথাও তখন
যুদ্ধজয়ের দামামা বাঁজছে
ভ্লাদিমি,পুতিন মত্ত সীমান্তে তাঁরকাটা ঘিরতে
আরো পাঁচ হাজার অনাথ কে কোলে তুলে নিল মাদারের অনুগামী, নেমে পরেছে কমিশন, খুঁজে খুঁজে
ওরা শান্তি ছড়াতে ব্যাস্ত
কে নেবে শান্তি ?
একজনও এল না, বিনিয়োগ হল মদ মাৎসর্যের
বুকে আঁকিবুকি এঁকে নিয়ন্ত্রণ শেখাচ্ছেন
পোপ, বিনিয়োগে তলিয়ে যাচ্ছে
ভেসে যাচ্ছে উঠে যাচ্ছে স্কুল ছেড়ে
কলেজ ছেড়ে
পাশেই শিক্ষার প্রজনন
হেড স্যারের কানে
হেড ফোন, ঘাঁড় গুজে পড়তে থাকা ছেলেটি
নিজের কঙ্কাল খুঁজে
দেখতে চাইছে এক্স ওয়াইয়ের ইক্কোয়্যাল
নি:ঝুম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে
যদিও সবটাই উৎপীড়ণ
তথাপি রাগিং ঠিক নয় -----
থেমে থেমে বললেন তিনি।
শুনলাম তবে নির্লিপ্ত
ঘাস চাইছে গরুটা,কুকুরটা খাবার
ওপাশে মিউ, সমস্যা একটাই
কেউ কোন সুরাহার কথা বলছে না
কাড়তে কাড়তে
শৌখিন চামড়ায় আঁচড় কাঁমড়
জৈবিক বন্ধু হ্যাপি
কালশিটে চোখও গর্তে সেধিয়ে
অজৈব মুদ্রা।
ছয় দশমিক চারশত কেড়ে
বৈষ্ণোগৃহে ত্রিভঙ্গ মুদ্রার নাচ
মূর্তি উঠছে দুলে ,বৈষ্ণো খাবে
বৈষ্ণো পরবে,বৈষ্ণো গাবে
উধাও হল অবশিষ্টাংশও
চোখ টিপে ফছকে হাসি
ইয়া বড় দাঁতে সমুদ্র খাচ্ছেন, এমা ?
প্রিয় হেড স্যার আসুন না প্লিজ জ জ, শান্তি চাই যে !!!