এখানেই জন্ম প্রেম পুড়ে মরা
জীবন এক ছন্দপতন
কখনও আগুণ নেভানো,কখনও অনাদায়ী খড়া।
প্রশ্নেরা হারে জেতে এমনই নিয়ম
কিছু তারা নীরবেই থাকে
কিছু হাসে কিছু তারা মোছে অশ্রুজল।
হাসি নেই কান্না নেই
ছুঁয়ে দেখি সমূহ মানুষে
জন্মান্তর বিঁধে আছে গচ্ছিতের
পূণ্য গর্ভাকাশে।
পেছনেই সবটুক সকলেই জানে
আমি শুধু উপবিষ্ট
গল্পের এপিঠ ওপিঠ, সংগ্রহিত স্থানে।