ওরাও অধ্যায়
সাংখ্যগুলো একা হবে কেন
জন্মদাগ মুছে
চলো নিয়ে আসি
তৃতীয় অধ্যায়, যদি শংসাপত্র হয়।
আমারওতো প্রিয়তম চাই
বলিনি কখনো
দুয়ারে দুয়ারে স্বর্ণচাপা
ফেরতের পর দেখি ফাঁকি।
ঐ ঘাটে কলসের জল, অসংখ্য ছায়া
পূণ্যি ডুবেছে
ভেসে আছে বাকলের ছাপ্
সামগ্রী বুঝি
কে বলেছে ফলের আকাল ?
ডলার জুড়েছে অধ্যায়
নির্ণেয় উত্তর
স্যার আমার পরীক্ষা হলে
কাটাকুটি সংখ্যাদের
ভিন্ন প্রত্যুত্তর।