যে দুয়ার জুড়ে ছুড়েছ হেলার ঢিল
সেইখানে এসে থেমেছে সমন্বয়
যতটুক ছিল আমাদের পাতা ভূমে
আজ দুরাশার চরম অনিশ্চয়।

পৃথক দেখেছে একই রক্তের রঙ
মাঝখানে তার বিপুল রক্তক্ষত
তার কাঁটাদের অজাগর শূল বেঁধা
আমার তোমার হৃদয় বেদনা হত!

অস্ত্র নিয়েছে ওরাও তো সহোদর
রক্ত চিনি না ভাব ভালোবাসা শত
পাঁজর ঘিরেছে উদ্ধত ফণাগুলো
শত নাগেদের প্রশ্বাস অবিরত !

সেই ঢিলে আজ তোমাদের অপযশ
কে কতর চালে চেলেছ ঘুঁটির দান
সবশেষে সেই জান্নাত ছেড়ে আসা
শুনি বিশ্বসভায় মানুষের জয়গান !