জীবন

অনির্ণীত শূণ্যে দ্যোদুল পিছে তার
অপগন্ড খেলা, অসুরে মানুষে
সংখ্যা থেকে অন্য সংখ্যায়ন, প্রসাদী -
জনতা ভাবে দুয়ে একে তিন !

অস্তিত্ব

প্রভাতী সূচক, ছায়া লম্বা হতে হতে -
ছাতের ফাটলে মাথা বেয়ে উঠে যায়
প্রতিবিম্ব, তাই তার খোলস লাগানো
কেউ জোড়ে মই কারো মাথাটি বাড়ানো !

মানুষ

লাবডুব খেলা ছকের ভেতর কাটাকুটি
নিঁখুত ঘুটির ঘরে ভাগ্য দান চালে
ও আজ ছক্কা পেল পরের চালে শূণ্যটি !

রৌদ্র ঝড় জল

শূণ্যে ঝোঁকানো ম্যামথ, মাথার মতন
গ্রন্থি তবু সন্ধিহীন উর্ধে তার ছায়া ফেলে
শূণ্য অসমান ! অগাধ সখ্যতা সিঁড়ি -
ছাদ ভেঙে শুধু কানাকানি !

প্রেম

অতল গহ্বর বর্ম মুখ অজস্র সেনানী
অদেখা রত্নরাজি
কারা ঐ শুয়ে থাকে জলের ভিতর
বৃথা জন্ম সরোজের
উৎসর্গীত প্রেম তার
ঈশ্বরীর যূপকাষ্ঠে করুণ সমাধি !