দেখছেন আমরা কেমন
ঝাড়বাতি ঝুলিয়েছি
ভাদ্রের থাল্ ধুয়ে পঞ্চোৎসবের
সামিয়ানায় ভরে তুলেছি প্রাঙ্গণ
অনাদৃত লোককে বলেছি
ঐ পাশের আঁধারটায় বোস
আমরা এখন এক একটি বোতল ফেরত দ্রাঘিমা !
আপনার মৃত ছেলের হৃৎপিন্ড
জুড়তে পারব না,পারব না
অনাদায়ী বন্দোবস্তে গলা চিড়ে
রক্ত ঝড়াতে !
এছাড়া কামুক পু্রোহিতের ধুঁতিতে
পতিতার মাটি মুছে পারব না
উদোম ঘোরাতে !
আমরা এখন বক্ররেখায় চলেছি
জন্মেছি দশ ডিগ্রি অবতার বৃত্তে
তাদের ঝুলন্ত হাতে আজ
মানবতার ছত্রাক
আমাদের বৈধতায় রেখে গেছে
নিস্পৃহ উন্নতির তেরঙা
দেখছেন না বৃত্তের বন্ধ্যাত্বে
কেমন উদবৃত্তের
প্রতিচ্ছবি !
সমুখে ঝাড়বাতি সামিয়ানা
দুলে উঠছে তীব্র লিপ্সার কোমড়
বিশ্ববিদ্যালয়ের ভিত্
ডিক্রি পাওয়া ছাত্রটি কেমন
জড়িয়ে মাখামাখি করছে
ওর
সর্পিল কোমড় থেকে
নিচ আরও নিচে
আমার চশমা ঝাপসা হল....................