আয় ছেলে ফিরে দিই রাত
উহু ওভাবে না, মন্দের নাড়ি ছিড়ে
জটিল সমাজ তৃষা মেপে
ওকে নিয়ে গেছে , তরঙ্গ নেই তোর
ভাসিয়ে নে গলগ্রাহী মুখ, কন্ঠের
তীব্র সেতারে কে বেজেছে
নীলিমা দি ! - দুয়ার উঠোনে চল তোকে
শুয়ে রাখি রোদের উপর !
কি বলিস রোজ তরঙ্গ আসেনি, একটাও ভোর নেই
খোলামকুচির, পোড়া গন্ধ নাকে লাগে খুব
করবি কি বল্ !
ওরা সব মাতৃভূমে আছে দূরন্ত জলস্থল
আমিও তো ব্রাত্য হয়ে আছি, বুঝেছিস তুই
শ্বাস জমে বুকে, এভাবেই চলেছে আমার
তবু তোর ফিরে দিই রাত
সেই সব সেই সব, বাধ্য দিনেরা কুলকুচো হত
ওভাবে না ছেলে - ফিরে দেখ
ঢেকে রাখ তপ্ত প্রহর
কর্ষ মাটিতে উসখুস লাঙল ফলার
বীজতপ্তে রোম হয়ে আছে, বুনে রাখ ভবিষ্যের দানা !
আয় তোকে ফিরে দিই ভোর
ঘাসের ডগায় তোর সুখ জ্বলজ্বলে
শিশির ফলেছে - দেখ্
তাতে মুক্ত সকাল !