পাবলিক বলছি
দশের আঁওয়াজ, কন্ঠরুদ্ধ জনতার
ঐকান্তিক প্রতিভূ I

শোননি তোমরা জালিয়ানওয়ালাবাগে -
দেখনি ইতালির সূর্যোদয় ?
অপরাধকে থামাতে চেয়ে শত সহস্র বলিদান
শোননি রোমের পতন _
এমেরিকার পরাজয়, বাস্তিল নিধন _
জাপানের নাগাসাকি,চীনের উন্মত্ততা

ঘরে ঘরে ফুঁসছে দাবানল
পারো যদি শুনে নাও
আজ আর একটিও প্রাণদায়ী ভরসার জন্ম হবে না আর
আমরা সব নৈতিক পরাধীর মত
লুকিয়ে ফেলেছি মুখ, যে ছেলে জন্মেছিল
অজ্ঞাতসারে দিয়েছি সেঁধিয়ে
কোন অঙ্কুরে থাকবে না প্রচ্ছন্ন ভবিষ্যৎ

জন্মদন্ডের কাছে প্রার্থনা জানাচ্ছি চুপিসারে
উদ্ধার হব বলে পাঁজরের অন্তস্থলে রেখেছি তার
ঐকান্তিক ভরসা I
পাথর যুগের কাম উৎসা নিয়ে
ছেলেকে বলছি "মানুষ হ'"
অতটা ভরসা তুমি আমায় করেছিলে
যতটা তোমার লিপ্সার প্রেমযত্ন _
মূক আমরা জন্মগর্তের কাছে রেখেছি উন্মাদনার বিষ

লুকিয়ে ফেলেছি প্রপিতাদের শংসাপত্র
উঠবে না কোন ঝড়, আমরা এদের নি:সার মনে
ছুঁয়ে দিয়েছি ধ্বংসের লালা
জনারণ্য জুড়ে পদযাত্রা, কিসের _
ঐক্য না বিভেদ ।

এদের মুখে গর্জে উঠবে না
ভরসার আঁওয়াজ কোনদিন আর
প্রতিধ্বনী
জনতার দেশের দশের উত্তাল প্রতিবাদ _