আন্দোলন ব্যরিকেড
ছেড়ে
পঙ্গু অর্থনীতির পেটে পদাঘাত
কষে বেঁধে শাসকের
বিচ্ছিন্নকরণ বৃত্ত
আর তার অলৌকিক ফলে
আদম ইভের জন্মক্ষণ..........

অর্থ এই মহা সন্ধিক্ষণ
লেন্সবন্দী হতে তৎপর তামাম
জাগতিক প্রকৌশল........

জীর্ণতায় অবজ্ঞা কেন
কিছু তার ভগ্নস্তূপ,আধপোড়া সুখ
সেকালেও দাসপ্রথা ছিল
জনপ্রতি গোটা চার মুখ
ব্যরিকেডে যারা ছিল, মহা উৎসুক
ঢাক ঢোলে বিদীর্ণ সময়
অগ্নির পেছনে জনতা, জনতায় অগ্নির জন্মমুখ।