তোর আকাল লেগেছে আকাল
পক্ককেশের ঢাল্
চিবুক ভরা আগুণ জ্বলেছে পায়ের
চেটো উতাল !
কেলেঙ্কারির গুদোম ভরেছে তোর
যত দানাপানি
হানাদার এসে লুটেছে রে তোর
চিরকূট সন্মানি !
ভাষা বোঝেনি' ত হৃদয়ে জ্বলেনি
জীবনের লেনাদেনা
দিনেই যে তোর রাত্রি রচেছে
হৃদয়ের বেচাকেনা !
দেখেনি' ত ফিরে অপবাদ খুলে
কোন্ সংবাদ ছিল
হেলায় ফুরায় জীবন্ত দিন মৃতের
সংজ্ঞা দিল !
বৃদ্ধ,মাতাল একজোট সব যান্ত্রিক
খুটিনাটি
ভরেছে শহর লালে লাল ঘরে
রসনার দুর্গটি !
জনম ফলেছে দ্বিগুণ হয়েছে মর্গে
তাদের লাশ
এসেছিল যারা স্বজনের দায়ে
আজ সেই পরবাস !