মাথা ঠুকে বসে আছি
একটু নুনের জন্য, হা পিত্যেশ
মরিচ তেল জুটলেও
নুন কিন্তু বাড়ন্ত
লক্ ডাউন পর্বের মত
ওখানেই স্থিত হোন
তৈরী যারা দোকানের খোঁজে
বোঝার উপায় নেই
বাইরে থেকে বন্ধ সব
টোকা দিলেই খসে পড়ছে
এক একটি ফিলিস্তিনি পর্ব
নুন নেই - অঢেল চিনি
পিছ পথে রপ্তানী হয়ে গেছে !
ঝনঝন কাঁকন
উঠে যাচ্ছে সামাজিক কোরক
পরোয়া নেই
পরস্ত্রীর আঁচলে যুক্তাক্ষর
চার পাঁচ অধ্যায়ে
নুন চিনির তফাৎ খুঁজছে
পরিত্যক্ত বৌ -
জোরে হাঁটতে পারবেন
মাথা উঁচু রেখে ?
ইমেজের ডগা থেকে আদ্যপান্ত
খেয়ে নেমেছে ওপাশের টিম
এপাশের ঘেমো জার্সির
খসখস রাঙ্ক লিখছেন, নুন বিক্রেতা