|| ১||

চোখ বুঁজে নিত্যানন্দের যাতায়াত
কেমন দেখছ কবি
গুপ্তধনের সুদ মূলের পারিতোষিক
আর পঞ্চেন্দ্রিয়ে দোয়ানো
মনি'র এ্যরোড্রোমিক ঘরে
ব্যাপক শয্যায় পিতৃঘাতের নিষ্পাপ ঘুম !

||২||

কার তিলক কে পরবে
উল্লেখ থাকলেও, বিরতির মধ্যপর্বের
পরে দেখেছে যারা
পেছন ফেরেনি আর !

||৩||

পেছন ফিরলেই অদৃশ্যযোগ
আম না আঁটি
নির্দিষ্ট করবেন
শপিংমলের নিযুক্ত উপাধ্যায়
নির্দিষ্টকরণ চিহ্ন
সাত ডলার কৌচ্ আর তিন ডিগ্রী নিল্ চোখ !