সবটা ভোগ্য নয়
সবকিছু ছুঁতে নেই পেতে নেই
কিছু কিছু দেখে যেতে হয়। সবটা রসনা নয়
কিছুটা দৃষ্টান্ত থাকে মর্মে বেঁধানো
যুগে যুগে,কালে কালে
অশ্রুপ্লাবনে অবনত নুয়ে আসে মাথা
কিছুটা এমনই থাকে ভীষণ শৃঙ্খল
ঝঞ্ঝাও পারেনা টলাতে !
সেসব ভোগ্য নয়,সর্বজনীন
কালে ভদ্রে মেলে,দু একটি শাখা
মেলে তার নির্যাস সূচিস্নিগ্ধ পত্রের আড়ালে!
সবটা ভোজ্য নয়
কিছু শষ্য এমনওতো আছে
প্রকৃতির ঋণ !
সবটাই কাম নয়
মোক্ষ বলে কিছুতো আছেই
দীর্ঘদেহী ললাট তিলকে
আঁকা আছে সেই বিস্ফোরণ
পৃথক থেকেও সাম্য ও
মৈত্রীর যে অখন্ড বন্ধণ !!