সাজিয়ে,গুছিয়ে
জলাঞ্জলির
উৎসব খেলায়
আমার একচ্ছত্র মা
উৎসবে
যার অনাক্লিষ্ট মুখ
লুকোনো হয়
ঘুরিয়ে ফিরিয়ে
তার আপ্ত স্থিতি
অস্বীকার করতে পারি না কোনভাবে |