দ্যাখো, চৈত্র্যের মুখ চুঁইয়ে একফালি
তাপিত প্রাঙ্গণ
খসা পাতা কুড়োচ্ছে বাপ'
মেটে উনুন বেয়ে ছলটার জলভেজা চোখ
মাটি গেড়ে সেই থেকে
হা পিত্যেশ ' জোলো কাঠে রোদ ফোটে কই _
কেবলই খস্ খসে বিক্ষুব্ধ আঁওয়াজ।
বেনী খুলে নীড়ে এস চারু
আঁচাড়ের ডাঁশা আমে ঝড়ের ভাঙণ
তুলে নাও কোচর ' পূবালী মেঘের
ঘনঘোর ঝঞ্ঝার ছোপ ' ধোঁওয়া ঠেলে
শিঙা ফুকো মেয়ে ' চড়চড়ে ভাতে
ছুঁয়ে দাও জন্মের আঁতর
এস ফিরে ঘরে __
হেমের চাদরে বোনো ফুলে
শাড়ি বুটি কাপড়ে কুরুশ, দু' কলি ছত্র শেখো
গুনগুন সুরের কোলাজ ' দাও খুলে
কেশের বাহার ' খেলা রেখে শিঙা ছোঁও
পেটে এই ঘূর্ণি তরাস ! ভাত দাও
পাতে ওর ' ব্যামো লাগা মেয়ের
পাঁজর। ভাত দাও একরাশ
নীড়ে এসে চারু __