আপত্তি কি
নির্বাসনের আগে
যদি একবার ফিরে চাই
প্রিয় মুখ
প্রিয় সেই ক'দিনের কলরব,
কৌতুক
সত্যির মতো করে অবিকল
যদি
চলে যাই ঐ দূরে জনহীন
প্রপাতের বেদী।
যদি ঘড়ির কাঁটাটি চেপে
থমকে রাখি
ঢুকে যাই শৈশব খুলে
কিছু ধূলা মাখামাখি।
এলো জলে খেলা
করি
ঝুঁপ করে ডুব দিয়ে
নুড়ি
ছুট দিয়ে মাঠটায় ছাড়াই
সীমানা
ঐ মুখ মনে করে ভুল করি
নানা
যদি হাত রাখি তাকে
ভেবে
মন রাখি প্রিয় সেই মনের
নিরিখে।
ভুলে যদি ডাক দিই
নাম ধরে হাঁক দিই
এলো করে খেলো
করি
পুরোনো স্বভাবে
কি এমন এসে যাবে।