গন্ডী পেরিয়ে
দুয়ার ছুঁয়েছে সন্ধ্যাবতী কাল্
দাঁড়িয়ে কে আজ আগলে কবাট
চন্ডাশোকের দল্___?
তথাপি তোমার ছত্রছায়ার
মঞ্জরি ভরে ছলে
বসেছি প্রবল অর্থকরীর নিরর্থকের দলে I
অসংখ্য আজ তোমার বেদীর
বন্দিত নরনারী
চলেছে কোথায় লক্ষ্যভ্রষ্ট বিমূর্ত তরবারি?
তোমায় জড়িয়ে মূর্ত জীবন
আমাদের বেঁচে থাকা
দৃষ্টি মেলেই তোমায় জেনেছি
তোমাতেই নত মাথা I
এমন যখন ঘনিয়ে আসে সর্বনাশের কাল্
এস কাছে ধর হাল্
মেলে দাও ঐ প্রশস্ত বুকে জমায়েত বৈধতা
অবসাদ যত যন্ত্রণা হলাহল্ I
বিপন্নতার লেলিহান শিখা
খবরের গাল্ ঠেসে
কালস্রোতের আগার মেপেছে
নিয়নের হাসি হেসে I
দু'চার সিঁকেয় চোদ্দআনার হরেক
মিলেছে যত
মানুষ মেলে না পরিত্রাণের
সদুপায় সম্মত I